অন্তু দাস হৃদয় :
প্রায় সাত বছর একই কর্মস্থলে থাকার পর অবশেষে বদলি আদেশ পেয়েছেন টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম। গতকাল সোমবার নতুন জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালের ২৮ আগস্ট তারিখে টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা পদে লায়লা খানম যোগদান করেন। যদিও সরকারি বিধিমালা অনুযায়ী একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় থাকার নিয়ম না থাকলেও লায়লা খানম প্রায় সাত বছর ধরে একই কর্মস্থলে ছিলেন।
এ ছাড়াও তিনি গানের শিল্পী হওয়ায় সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করে দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থেকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
জেলা কার্যালয়ে বিভিন্ন কাজে এসে এই কর্মকর্তাকে না পেয়ে দিনের পর দিন ঘুরতে হয়েছে জেলার শিক্ষকদের।
অবশেষে তাকে গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন করায় অনেক শিক্ষকই স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন।
এ দিকে টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে একই প্রজ্ঞাপনে পদায়ন পেয়েছেন গাজীপুরের জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।
যুগধারা ডট টিভি/অন্তু