অনলাইন ডেস্ক : চরম রাজনৈতিক অস্থিরতায় দিন পার হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। নিজ দলের আইনপ্রণেতারাই এখন তার পদত্যাগ চাচ্ছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের নির্বাচনে ট্রুডোর দলের হারার সম্ভাবনা অনেক বেশি। তার মধ্যে নিজে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। খবর রয়টার্স, দ্য গার্ডিয়ানের।
গত রোববার ট্রুডোর অনেক সাবেক মিত্র বলেছেন, লিবারেল পার্টির অনেক এমপি এখন মনে করছেন সময় এসেছে তার পদত্যাগ করার।
কানাডার সম্প্রচারমাধ্যম সিবিসি, টরেন্টো স্টারসহ বেশ কয়েকটি কানাডিয়ান মিডিয়ার খবরে বলা হয়েছে, গত শনিবার লিবারেল পার্টির ৭৫ জন এমপির মধ্যে ৫১ জন ভার্চুয়ালি বৈঠক করেছেন। তারা সম্মিলিতভাবে ট্রুডোর পদত্যাগের বিষয়ে একমত হয়েছেন।
ট্রুডোর সঙ্গে মতবিরোধের কারণে গত ১৬ ডিসেম্বর পদত্যাগ করেন কানাডার তৎকালীন উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। এরপর লিবারেল পার্টির ২১ জন এমপি প্রকাশ্যে ট্রুডোর পদত্যাগ চেয়েছেন।