গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জুলাই গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রবিবার দুপুর ১১ টার দিকে থানা সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন করা হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার হেলালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজী লিয়াকত, সহ সভাপতি আবু ঈসা মুনিম, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, পৌর যুব দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, জাসাস সভাপতি শাহনুর আহাম্মেদ সোহাগ ও সম্পাদক খন্দকার শরিফ, মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, ছাত্রদল সভাপতি রোমান আহমেদ প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।