ঘাটাইল প্রতিনিধি:
ঘাটাইলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হচ্ছে।
গতকাল ৩ ফেব্রুয়ারি শুক্রবার বেলা তিনটায় সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য আতাউর রহমান খান কপোত এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। আরও উপস্থিত ছিলেন ড: অধীর সরকার। আইপাচ বাংলাদেশের সাবেক কান্ট্রি ডিরেক্টর এবং আলোক হেলথ কেয়ার লিমিটেডের মেডিকেল উপদেষ্টা ডা:
এস এম শহিদুল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত মনোরম স্মরণিকা এবং স্কুলের প্রাক্তন শিক্ষক গৌতম কুমার সরকারের লেখা ‘ত্যাগ ও পরিশ্রমের ফসল কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়’-এ দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ১৯৭২ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেন। প্রাক্তন এবং নতুন ছাত্র-ছাত্রীদের পদচারনায় স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। বর্ণিল আলোকসজ্জা ফেষ্টুন ব্যানার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটির ভিন্নমাত্রা এনে দিয়েছে।
স্থানীয় সমাজহিতৈষী মরহুম হাসান আলী সরকার এবং এলাকাবাসীর উদ্যোগে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে।
আজ সারাদিন ব্যাপী নিবন্ধনকৃত শিক্ষার্থীদের নিয়ে মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।