ইংল্যান্ড সোনালী অতীত ফুটবলারদের সাথে গোলশূন্য ড্র করেছে টাঙ্গাইল সোনালী অতীত ক্লাব

Spread the love

স্টাফ রিপোর্টার:
বয়সের ভারে ফুটবল নিয়ে মাঝ মাঠে দু’দলের গোছানো খেলা ঠিক হলেও গোলের খেলা ফুটবলের সেই কাঙ্খিত গোলটি না হওয়ায় খেলা গোলশূন্য ড্র। শুক্রবার (৩ ফেব্রæয়ারি) বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে টাঙ্গাইল সোনালী অতীত ফুটবল দলের সাথে ইংল্যান্ড প্রবাসী ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচটি গোলশূণ্য ড্র হয়েছে। খেলার শুরুতে ইংল্যান্ড প্রবাসী ফুটবলারদের টাঙ্গাইল স্টেডিয়ামে ফুলেল শুভেচ্ছা জানান টাঙ্গাইলের সোনালী অতীত ফুটবল ক্লাব। এ বিশেষ সুইডেন প্রবাসী বিজেএমসি ক্লাবের সাবেক গোলরক্ষক বুলবুল হায়দার প্রীতি ফুটবল ম্যাচের সুন্দর আয়োজন নিয়ে বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ঢাকা আবাহনী মোহামেডানের সাবেক ফুটবলার টাঙ্গাইলের সন্তান খোরশেদ আলম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম, সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝুটন, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, সাবেক ফুটবল ইশা খান, বজলুর রহমান ও সাইফুল ইসলাম সাইফসহ ইংল্যান্ড প্রবাসী ফিফটি প্লাস এ্যাকটিভ ক্লাবের কর্মকর্তাগন। ইংল্যান্ড ফিফটি প্লাস এ্যাকটিভ ক্লাব ও টাঙ্গাইল জেলা সোনালী অতীত ক্লাবের ফুটবলারা রক্ষণদুর্গ আগলে রেখে আক্রমনে গেলেও ফলপ্রসু আক্রমন করতে পারেনি একটিও। যে কারনে দু’দলের খেলা মধ্যমাঠেই সীমাবদ্ধ ছিল। যদিও টাঙ্গাইল সোনালী অতীত ক্লাবের ফুটবলার ইউসুফ আলী খান, গোবিন্দ ও কবীর বিপক্ষের বার লক্ষ্য করে কয়েকবার শট নিয়েছিলেন। কিন্তু একটি বলই গোলবারে প্রবেশ করেনি। গোলশূন্য ম্যাচে টাঙ্গাইল সোনালী অতীত ক্লাবের যারা খেলেছে তারা হলো টয়, গোবিন্দ, ইউসুফ আলী খান, কবীর, হাবীব, জু্েরয়ল খান, রফিক, বদিরুল, খোকন,মানু, আসিফ, সংগ্রাম, আলমগীর ও ইশা খান, ম্যানেজারঃ বজলুর রহমান। ফিফটি প্লাস এ্যাকটিভ, ইংল্যান্ড দলের হয়ে খেলেছেন সালেক, ফাহিম, মোশারফ, হেলাল, আলীম, সেবুল, নিজাম, মাসুম, আব্দুর রউফ, আতিক, আজাদ, সোহা ও রিংকু। ম্যানেজারঃ খোরশেদ বাবুল। খেলায় রেফারী ছিলেন জামিলুর রহমান জামিল,, সহকারী রেফারী ঃ সৈয়দ মোহাম্মদ বেলাল ও মমিরুল ইসলাম।