উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষা ফাউন্ডেশনের ঐ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Spread the love

কোরবান আলী তালুকদার ঃ উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষা ফাউন্ডেশন নূরানী স্কলারশীপ-২০২২ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভূঞাপুর উপজেলার নলিন দারুসসালাম কওমী মাদরাসার উদ্যেগে সকাল ১০ টায় এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় ১৬টি মাদ্রাসার শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেনীর মোট ৩’শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দিদারুল আলম খান মাহবুব, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার মিজান, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মুফতি শেখ মাহদী হাসান শিবলী জানান, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিক্ষার্থীরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা নিতে সক্ষম হয়েছি। সবার সহযোগিতার মধ্যে দিয়েই আমরা এগিয়ে যেতে চায়।