এমপি জোয়াহেরুল ইসলামকে টাঙ্গাইল প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

Spread the love

মুক্তার হাসান :

দ্বিতীয় বারের মত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরকে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে এ শুভেচ্ছা প্রদান করা হয়। এমপি বলেন, দ্বিতীয় বারের মত জেলা আওয়াীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত করায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনাদের সেবা করার জন্য টাঙ্গাইলে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কামলা হিসেবে আপনাদের সেবা করতে চাই। তাই প্রতিটি কাজে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। কাজের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, সমকালের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুর রহিম মোল্যা, যমুনা টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি শামীম আল মামুন স্বপ্ন,দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরকার হাবিব প্রমূখ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।