এলেঙ্গা মেয়র পদে নুর এ আলম সিদ্দিকী কে বিজয়ী করতে যুবলীগের কর্মী সভা

Spread the love

কালিহাতী প্রতিনিধি :

আগামী ১৬ মার্চ কালিহাতীর এলেঙ্গা পৌর সভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুর- এ আলম সিদ্দিকী কে বিজয়ী করতে যুবলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ মার্চ) বিকালে এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে পৌর যুবলীগের সভাপতি মোঃ জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী পৌর সভার মেয়র নুরনবী সরকার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা  আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, এফবিসিসিআই পরিচালক মোঃ আবু নাসের, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম,

এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তুলা, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান মোল্লা, পারকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত তালুকদার, যুবলীগ নেতা মনির শিকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান তুহিন প্রমুখ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠান সঞ্চালনায় করেন মোঃ মোশারফ হোসেন।

যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়