কালিহাতী প্রতিনিধি :
টাঙ্গাইলের এলেঙ্গা সাহিত্য সংসদের ঈদ আনন্দ আড্ডা খুবই জমকালোভাবে উদযাপিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় স্থানীয় সাহিত্য ভবনে এই আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডার শুরুতে সংগঠনের সাবেক উপদেষ্টা মো. হায়দার হাবীব এবং ছড়াকার এম এ ছাত্তার উকিলের স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন এলেঙ্গা সাহিত্য সংসদের সভাপতি ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সৈয়দ সাকোয়াত হোসেন পলাশ, আনোয়ার হোসেন সজিব, সৈয়দা ফরিদা ইয়াসমিন মিতু, আরিফ আহাম্মেদ এবং অধ্যাপক আলী রেজা। সঙ্গীত পরিবেশন করেন, শিশুশিল্পী মৌমিতা সূত্রধর, সুজন দত্ত রাজীব, সুষমা রানী পাল, সা’দ ইবনে মনসুর শান্ত, মো. বুলবুল হাসান, মো. হারুন অর রশিদ, বিপ্লব খান, রবি সূত্রধর এবং তপন খন্দকার মুজিবর। সবার গানের সাথে তবলা সঙ্গত করেন সোহেল কুমার দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি তারেক আহমেদ, জিতেন্দ্র বালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হারুন অর রশিদ, এলেঙ্গা সাহিত্য সংসদের সাংগঠনিক সম্পাদক মো. বুলবুল আহাম্মেদ, ও সাংবাদিক মো: মমিন হোসেন প্রমুখ।