কালিহাতীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার মতবিনিময় সভা

Spread the love

কালিহাতী প্রতিনিধি :
আসন্ন ৬ষ্ঠ ‘উপজেলা পরিষদ নির্বাচন’ ২০২৪ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতার আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মার্চ) সকাল ১১টায় উপজেলার বাংড়া ইউনিয়নের মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা আঃ কদ্দুস, মোঃ মজিবর রহমান, ইঞ্জিনিয়ার ছরোয়ার আলম, আঃ মালেক, মোঃ হযরত আলীসহ উপজেলার বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ।

আলতাফ মাহমুদ খান ও রফিকুল ইসলামের সঞ্চালনায় সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত জনতা সকলে ঐক্যবদ্ধ ভাবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতার পক্ষে কাজ করার ঘোষণা দেন। আলোচনা ও মতবিনিময় সভা শেষে মধ্যাহ্নভোজ বিতরণ করা হয়।