কালিহাতী প্রতিনিধি ঃ টাঙ্গইলের কালিহাতী উপজেলায় কৃষকদের মাঝে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের সমন্বিত ব্যবস্থাপনার (ভর্তুকি) আওতায় কৃষকের মধ্যে কৃষি যন্ত্র কম্বাইন হারভেস্টার, মিডার, থ্রেসার মেশিন এবং ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১৪ অক্টোবর সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি যন্ত্রসহ চাবি ও বীজ-সার হস্তান্তর করেন প্রধান অতিথি টাঙ্গাইল-৪ সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী এম. পি। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন। উপজেলা কৃষি কর্মকর্তা থেকে জানা যায়, কৃষি সমৃদ্ধির জন্য সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের স্বল্প সময়ে, স্বল্প খরছে অধিক উৎপাদনে উৎসাহিত করার লক্ষে কৃষি যন্ত্রসহ বীজ-সার বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় কালিহাতী উপজেলায় ৫টি কম্বাইন হারভেস্টার, ৫ টি মিডর, ৩ টি থ্রেসার মেশিন বরাদ্ধ পাওয়া গেছে। সরিষা, গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ, সূর্যমুখী, খেসারি, মসুর ৪১১৫ জনকে বীজ প্রনোদনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুনর্বাসন জন্য ১২৪০ জনকে সবজি বীজ দেয়া হবে।