কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সামনে রেখে কালিহাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে ।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ে আয়োজনে র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষন সনদ ও যুব ঋণের চেক বিতরণ হয়।
আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সহকারী আব্দুল হাই, সফল আত্মকর্মী আব্দুর রহমান, কালিহাতি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নূর নবী রবিন,রামপুর নিজেরা শিখি যুব সংগঠন সভাপতি আশরাফ আলী, নিজেরা শিখি যুব সংগঠনের যুব সংগঠক লিজন হোসাইন, বৈষম বিরোধী সমন্বয়ক রাসেল আহমেদ, সমন্বয়ক আল আমিন প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়নের সহকারী শামীম আল মামুন খান।