কালিহাতী প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) বিকালে নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নারান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন দৌলতপুর খেলার মাঠে এ খেলার উদ্বোধন করেন নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার। নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজের ক্রীড়া শিক্ষক মাসুদ ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য রোকন উদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লৌহজং সাংস্কৃতিক সংঘের সভাপতি ডা: দীলিপ কুমার মোদক। খেলায় ১০টি দল অংশগ্রহণ করবে। আগামী ১৬ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।