কালিহাতী প্রতিনিধি ঃ টাঙ্গাইলের কালিহাতীতে মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ই নভেম্বর সকাল সাড়ে ১১টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার মোঃ ছরোয়ার আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম সিরাজ। প্রধান আলোচক ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: হাসমত আলী নেতা। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া থেকে আগত (তামিল) মি বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আফজাল হোসেন মোল্লা। আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মোকদম আলী মাষ্টার, বাংড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ, সাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আয়নাল হক ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ মালেক । এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক / শিক্ষিকা, কর্মচারী, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দ সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ। আলোচনা সভায় সকল বক্তাগণ মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে তবারক বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রফিকুল ইসল