কালিহাতী প্রতিনিধি :
আসন্ন ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে টাঙ্গাইল-০৪ কালিহাতী আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী’র ট্রাক মার্কার নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে লতিফ সিদ্দিকী বলেন, কালিহাতীর মানুষ শান্তিতে থাকতে চাইলে ট্রাক মার্কায় ভোট দিন। ‘বিরোধী দলের যারা আজকে ফুসফুস করছে, তারা কারা, কী তাদের পরিচয়, আমরা কি ভুলে গেছি? ‘তাদের বাপ-দাদারাও ওই আমেরিকার প্রতিই অনুগত ছিল। একাত্তরেও তারা আমাদের কাছে পরাজিত হয়েছে, আজও তারা পরাজিত হবে, তাতে কোনো সন্দেহ করি না।’
মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকালে কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন আবদুল লতিফ সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন করটিয়া সা’দত কলেজের সাবেক সহ-সভাপতি (ভিপি) শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী,বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা, বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম আব্দুল হাই, পাইকড়া ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন, বীরবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, পারখী ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এডভোকেট আজিজুর রহমান তোতা, দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,
এলেঙ্গা পৌরসভার ১ম প্রশাসক গোলাম মোহাম্মদ খান ও সাবেক প্যানেল মেয়র ও বর্তমান কাউন্সিল সুকুমার,কৃষক লীগ নেতা জমির উদ্দিন আমেরী,বি আর ডিবির সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন,দশকিয়ার জনতার চেয়ারম্যান নজরুল ইসলাম,সিনিয়র শিক্ষকনেতা আবদুল্লাহ সরকার-সহ বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান বৃন্দ আওয়ামীলীগ সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং হাজারো নেতাকর্মী। জনসভা সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফি কামাল সিদ্দিকী সোহেল।