কালিহাতীর রামপুর আদর্শ স্কুলে বিদায় অনুষ্ঠান

Spread the love

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর বাজারে অবস্থিত রামপুর আদর্শ স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়,দোয়া ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার স্কুল মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. ইসমাইল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আ.আজিজ।

বিদ্যালয়ের পরিচালক মাহাবুর আলম খোকনের সঞ্চালনায়

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখন, ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন তালুকদার,নিশির নির্বাহী পরিচালক আজাহার আলী,বল্লা ইউনিয়নের সাবেক সদস্য মিজানুর রহমান, নাগবাড়ি ইউপি সদস্য মো.শফিকুল ইসলাম. রতনগঞ্জ কনফিডেন্স কিন্ডার গার্টেনর অধ্যক্ষ এস এইচ কে শরিফ হাসান,রতনগঞ্জ ইসলামিক কিন্ডার গার্টেনের মুহতামিম মো. মোশারফ আল হুসাইন প্রমুখ।

এর আগে বিভিন্ন শ্রেণীর মেধাবী  শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

শেষে হাফেজ মৌলানা নাসির বিন শাহ আলম দোয়া পরিচালনা করেন।