গণমানুষের আস্থা ও সাফল্যের আয়নায় যুগে যুগে কথা বলুক “দৈনিক যুগধারা”

Spread the love

মোস্তাক আহমেদ মনির ঃ “সাপ্তাহিক যুগধারা” আমার সাংবাদিকতা জীবনের শুরুর পত্রিকা। ২০১০ সাল থেকে সাংবাদিকতার হাতে খড়ি আমার। ২০১২ সালের ১৫ জানুয়ারী “”যুগধারা”” পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে উৎসবের সাথে যাত্রা শুরু করে। তখন থেকেই সাপ্তাহিক যুগধারার দক্ষ ও ভালোবাসার মতো অসাধারণ সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান হাবিব ভাইয়ের হাত ধরে “সাপ্তাহিক যুগধারায়” লেখালেখি করার সুযোগ পাই। সাপ্তাহিক যুগধারা তার দক্ষতা, দূরদর্শিতা, মিথ্যার মুখোশ খুলে সত্যকে সবার সামনে লেখনীর মাধ্যমে উন্মোচন করে নানা শ্রেণী পেশার তথা গণমানুষের জনপ্রিয়তা অর্জন করে। সেই জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসার ফসল হিসেবে সাপ্তাহিক যুগধারা ২০২২ সালের ৯ ফেব্রুয়ারী দৈনিক পত্রিকায় রুপ নেয়। জনমানুষের কথা, তাদের সুখ-দুঃখ ভালোবাসার সাথী হয়েছে দৈনিক যুগধারা। গ্রামের দরিদ্র ও বিচ্ছিন্ন মানুষের চাহিদা, প্রেক্ষাপট ও করণীয় শহরের বঞ্চিত মানুষের প্রয়োজন, লোকালয় ও লোকচক্ষুর বাইরের সবটুকু যাজনবান্ধব, উন্নয়নমুখী ও অবশ্য করণীয়তা প্রতিদিন তুলে এনেছে দৈনিক যুগধারা। এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষ তথা প্রতিবন্ধী মানুষ, আদিবাসী, তৃতীয় লিঙ্গ, হাওর ও চরের মানুষ, নারী, শিশু, কৃষক ও তাদের উন্নয়নের কথা বলে দৈনিক যুগধারা। টাঙ্গাইল জেলার সাধারণ মানুষের কাছে বস্তনিষ্ঠ সংবাদপত্র হিসেবে দৈনিক যুগধারা জনপ্রিয় পত্রিকা। একঝাক তরুন সংবাদকর্মী নিয়ে দূরন্ত গতিতে এগিয়ে চলছে দৈনিক যুগধারা। সামাজিক-অর্থনৈতিক, উন্নয়নের খবর, তৃণমূল পর্যায় থেকে গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, শহর পর্যায়ের সকল খবরকে তুলে আনে দৈনিক যুগধারা। দৈনিক যুগধারা গণমুখী উন্নয়নের ধারা এবং সাফল্য অর্জনের আয়না হিসেবে ভবিষ্যতেও কাজ করবে। দৈনিক যুগধারা পত্রিকার অসাধারণ দক্ষ সম্পাদক ও প্রকাশক হাবিব ভাই এর প্রগতিশীল চিন্তাধারা গণমানুষের চেতনায় নানা আলো ফেলেছে। বিভিন্ন খবর প্রকাশে নিরপেক্ষ দৃষ্টি, তথ্য যাচাইয়ের পদক্ষেপ এবং মিথ্যাকে পিষে ফেলে সত্যকে সঠিকভাবে তুলে ধরে গ্রামবাংলার আনাচে-কানাচে পৌঁছে দিয়েছে। এভাবে তৃণমূল পর্যায় থেকে শহরের দ্বারপ্রাপ্ত পর্যন্ত বিভিন্ন খবর প্রকাশ করে মানুষের সচেতনতার জায়গা তৈরি করেছে। দৈনিক যুগধারা গণমানুষের পাশে থেকে মানবিকবোধের সার্বিক জায়গাটি ছড়াতে থাকবে এটাই প্রত্যাশা। তারুণ্যে ভরপুর ‘দৈনিক যুগধারা’ তারুণ্যের জন্য প্রত্যাশা, সত্যের জন্য লড়াই, নীতির জন্য লড়াই। অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সুতীক্ষা চিন্তা ও লেখনী। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকার, বিরোধী দল, বিভিন্ন সেক্টরের দুর্নীতি, ভুল নীতি ইত্যাদি সমাজের সামনে তুলে ধরবে, এছাড়া নারী নির্যাতন থেকে শুরু করে, সফল নারী উদ্যোক্তা, নারী বিষয়ক লেখা গুরুত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রেখেছে দৈনিক যুগধারা। দৈনিক যুগধারার সাফল্য কামনা করি। এর চলার পথ দীর্ঘজীবী হোক। প্রিয় দৈনিক যুগধারার জন্য অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা রইলো।