গোপালপুরে জাসাস-এর সম্মেলন ও কমিটি গঠন

Spread the love

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে ৭ নং ওয়ার্ডের সভাপতি পদে মেহেদী হাসান লিমন ও সাধারণ সম্পাদক পদে মাহমুদ সাজ্জাদ এবং  ৮ নং ওয়ার্ডের সভাপতি পদে আকবর হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো: আব্দুল আজিজকে নির্বাচিত করা হয়।

এ উপলক্ষে রবিবার রাতে সোনামুই বাজারে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঝাওয়াইল ইউনিয়ন জাসাসের আহ্বায়ক গোলাম কিবরিয়া মুকুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

ঝাওয়াইল ইউনিয়ন জাসাসের সদস্য সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাসাস এর উপজেলা আহ্বায়ক শাহানুর আহাম্মেদ সোহাগ, সদস্য সচিব খন্দকার শরিফ, সহ সভাপতি মীর্জা মনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্স, ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জান চৌধুরী মিল্টন, বিএনপি নেতা শাহজাহান আলী ভিপি, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম, ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ।
সম্মেলন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।