ঘরে ফিরলেন রাজ

Spread the love

যুগধারা ডেস্ক :

নানা জল্পনা-কল্পনা, আলোচনা-সমালোচনার ঝড়কে পেছনে ফেলে অবশেষে ঘরে ফিরেছেন শরিফুল রাজ। পরীমনির ফেসবুক পোস্ট ও ভিডিও থেকে এটা স্পষ্ট।  

রোববার (১১ জুন) ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমনি। সেখানে ছেলের কেক কাটার মুহূর্তে পাশাপাশি হাস্যোজ্জ্বলভাবে দেখা যায় রাজ ও পরীকে।

পোস্টে পরীমনি লেখেন, ‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। শুভ দশমাস বাজান। মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যস এইটুকুই … ‘

এ সব ছবি ও ভিডিওতে পরীমনি, রাজ ও রাজ্যের সঙ্গে পরীর নানাকেও দেখা যায়। 

এই ঘটনার কয়েকদিন আগেই রাজের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে হইচই বাধিয়ে দেন পরীমনি। এমনকি রাজের সঙ্গে আর ঘর করবেন না বলেও একরকম জানিয়ে দেন তিনি। 

রাজও একই রকম ইঙ্গিত দিয়েছিলেন। এতে সবাই ধরে নিয়েছিলেন, সংসার ভাঙতে চলেছে এই তারকা দম্পতির। 

এত সব ঘটনার মূলে হচ্ছে, রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রী – তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হওয়া। 

এ নিয়ে পরী ও রাজের মধ্যে বাধে ঘোর দ্বন্দ্ব। একসময় রাজ বাড়ি থেকে চলেও যান। সে সময় পরী টেলিভিশন লাইভে এসে বলেন, রাজ আরেক অভিনেত্রীর সঙ্গে সময় কাটাচ্ছে ১০ দিন ধরে।

দুজনের এমন নানা কথা-উপকথার খবর আসতে থাকে সংবাদমাধ্যমে। তখন ধরেই নেয়া হয়েছিল পরী-রাজের বিবাহবিচ্ছেদ সময়ের ব্যাপার। 

এতসবের মধ্যেই তাদের ছেলে রাজ্যের ১০ মাস পূর্ণ হওয়া উপলক্ষে ফের একসঙ্গে হলেন পরীমনি ও রাজ।  

এর আগেও এই তারকা দম্পতির সংসারে ভাঙনের সুর বেজেছিল। সে যাত্রায় দুজনের ঘনিষ্ঠজনদের মধ্যস্থতায় তাদের সংসার রক্ষা পায়।

যুগধারা ডট টিভি/অন্তু