ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল -৩ (ঘাটাইল ) আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ ফ্রেরুয়ারী) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ-সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু নয়িম মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান,
মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া,সমাজসেবা অফিসার মোঃ শহীদুজ্জামান মাহমুদ
ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ শহিদুল ইসলাম খোকন,এমসি এইচ লুৎফুর নাহার লিজা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিরুজ্জামান,বীরমুক্তিযুদ্ধা এমদাদুল হক খান হুমায়ূন,লেখক সাংবাদিক ও গবেষক জুলফিকার হায়দার, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান,সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন,ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান হীরা,দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম মটু সহ হাসপাতালের কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শুরুতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে নব নির্বাচিত এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানাকে ফুলের শুভেচ্ছা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ডাঃ সুলতান মাহমুদ।