মো.শরিফুল ইসলাম:
প্রতিবেশিদের সাথে জমি নিয়ে দ্বন্দ্বে মামলা করায় ছোট ভাইয়ের মৃত্যু শোক সইতে না পেরে বড় ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের জগতের পাড়া গ্রামে। পরিবার ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের হাসেন আলী খানের ছেলে আবুল হোসেন (৭০) গত ১৯ জুন ২০২২ তারিখে প্রতিবেশি জুলহাস উদ্দিন এবং সালামদের সাথে জমি জমা নিয়ে দ্বন্দ্বে ৮ / ১০ কে মামলায় আসামি করেন। সেই মামলাকে কেন্দ্র করে জুলহাস উদ্দিন (৫০) মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তার লাশ বাড়িতে নিয়ে আসার পর দাফন সম্পন্ন হয় নিজ গ্রামের পারিবারিক করব স্থানে। তারই একদিন পর ছোট ভাইয়ে মৃত্যুর শোক সইতে না পেরে বড় ভাই আব্দুস সালাম (৫৩) শনিবার ভোর ৪টায় তারও মৃত্যু হয়। পরে একই পারিবারিক করব স্থানে দাফন সম্পন্ন হয়। দিগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আমাদের এলাকার জুলহাস উদ্দিন এবং সালাম অত্যান্ত ভালো মানুষ ছিলেন। কিন্তু এই জগতের পাড়া এলাকার সাইফুল মাস্টার সহ তার ভাই সাঈদ ও তার বাবা আবুল হোসেন খান মিলে জমি জমা নিয়ে, মানহানি ও ৭ ধারা সহ একের পর এক মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে। এর পর আমরা স্থানীয় ভাবে ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহ বিভিন্ন নেতৃবৃন্দের নিয়ে বার বার চেষ্টা করছি বিষয়টা মিমাংস করার। বাদীপক্ষে তারা শালিসের তারিখের দিন উপস্থিত থাকেনা সকল মামলার মূলহোতা সাইফুল মাস্টার। এই সাইফুল মাস্টারের দিক নির্দেশনায় তার বাবা ও ভাই মিলে জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা খুঁড়ে গ্লাস ভাঙা ফেলে মানুষের চলাচলের বিঘ্ন ঘটাচ্ছে। দিগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মামুন) তালুকদার জানান, গত দুই দিন আগে আমি জুলহাসের জানাজায় এসেছিলাম আজকে তার বড় ভাই সালামের জানাজায় এসে এলাকার মানুষের কাছে জানতে পারলাম তারা দুই ভাই মিথ্যা মামলার শোকে এবং ভয়ে মৃত্যু হয়েছে। গ্লাস ভাঙা ফেলার বিষয়টি আমিও দেখেছি। রাস্তা বা জমি জমার বিষয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান আর প্রশাসন মিলে ব্যবস্থা নিতে পারে। সাইফুল ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি জানান, জমি জমা নিয়ে সালাম এবং জুলহাসদের সাথে যে বিরুদ্ধ সৃষ্টি হয়েছে সেখানে বর্তমান মেম্বার জাহাঙ্গীর আলম আমি তার নির্বাচন না করাতে এলাকার ছেলেদের দিয়ে আমাকে ভয় দেখায় আমি যেন বাড়িতে বসবাস না করি। জুলহাস এবং সালামের মৃত্যুর বিষয় বলেন তাদের বয়স হইছিল বয়সের ভারে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। দিগড় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন ফনি বলেন, আজকে যে সালামের মৃত্যু হয়েছে গত একদিন আগে তারই ছোট ভাই জুলহাসের মৃত্যু হয়েছে। মামলাই হলো দুইটা ভাইয়ের মৃত্যুর মূল কারণ।