ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঘাটাইলের পাকুটিয়াতে মোটরসাইকেলের সঙ্গে পিকআপের ধাক্কায় পলাশ কর্মকার নামে একজন স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার ২৩ ডিসেম্বর দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পলাশ কর্মকারকে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে তার মৃত্যু হয়। পলাশ কর্মকার গৌরাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তারও অকাল মৃত্যুতে এলাকায় শোকর ছায়া নেমে এসেছে।