ঘাটাইল প্রতিনিধিঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঘাটাইলে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা তিনটায় ঘাটাইল খেলার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আগামী নির্বাচনে ঘাটাইল আসনের বিএনপি’ দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।ওবায়দুল হক নাসির তার বক্তব্যে বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার দোসররা রয়ে গেছে।
এ ব্যাপারে তিনি বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার ব্যাপারে পরামর্শ দেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গণতান্ত্রিক দল বিএনপি আর জনগণের নেতা তারিক রহমান। জনগণ এখন আওয়ামী লীগ কে ফ্যাসিস্ট বলে গালি দেয়। তিনি আরো বলেন গণহত্যাকারীদের বিচার বাংলাদেশে হবে। গণতন্ত্র কিভাবে টিকিয়ে রাখতে হয় সেটা বিএনপি নেতা কর্মীরা বুঝে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন সাধারণ সম্পাদক এডঃ ফরহাদ ইকবাল।
আরো বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা , বীর মুক্তিযোদ্ধা আবদুল বাসেত করিম সহ অনেকে।