ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম ও উপজেলা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও ঘাটাইল কলেজ মোড় বিজয় চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীন।
উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর।
এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।