ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঘাটাইল কিন্ডারগার্ডেন এসোসিয়েশন শিশু বৃত্তি পরীক্ষা শনিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঘাটাইল সদর,কদমতলী ও সাগরদিঘী এই ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ বৃত্তি পরিক্ষা। সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১ ২টা পর্যন্ত চলে এ পরীক্ষা।
পরীক্ষায় প্রথম থেকে ৫র্থ শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৫ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে। ঘাটাইল কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি এস এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া, ঘাটাইল কিন্ডারগার্ডেন এসোসিয়েশন শিশু বৃত্তি পরিক্ষা ২০২৪ এর আহবায়ক সাজ্জাদ রহমান সহ এসোসিয়েশনের পরিচালনা পরিষদের সদস্যরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে ঘাটাইল কিন্ডারগার্ডেন এসোসিয়েশন প্রতি বছর এই শিশু বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে।