ঘাটোইলে ট্রাক চাপায় লাশ হলেন মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেলযোগে ও বেড়ানো শেষে ফেরার পথে ট্রাক চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক স্কুলছাত্র। সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮ দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াপাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান (১৫) ও উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৬)। এ ঘটনায় আহত হয়েছেন সিয়াম (১৫) নামের আরও এক স্কুল ছাত্র।

ওরা তিনজনই ঘাটাইল সরকারি গণ-উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবিক, হাসান ও সিয়ামসহ তিন বন্ধু মোটরসাইকলে নিয়ে বেড়ানো শেষে ঘাটাইল ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার বানিয়াপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে সাবিক হাসান ও সুমন মিয়া মারা যায় আর গুরুতর আহত হয় সিয়াম। পরে সিয়ামকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।