জাতীয় শিক্ষা সপ্তাহে গোপালপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন জি এম ফারুক

Spread the love

গোপালপুর প্রতিনিধি :

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুক।

তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার দুই বারের নির্বাচিত সভাপতি, টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি ও কেন্দ্রিয় কমিটির (বাশিস) সম্মানিত সদস্য। গত বুধবার বিকালে উপজেলা শিক্ষা অফিসের জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল সীট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফলাফল প্রকাশের পর থেকে তার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক, সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা তাকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন। এদিকে উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক ম-লী তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

জানা যায়, তিনি ১৯৬৮ সালে গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের হাদিরা গ্রামে মোঃ আফতাব উদ্দিন ও মোসাঃ নুরজাহান বেগমের ঘর আলো ঘরে জন্ম গ্রহন করেন। লেখাপড়া শেষ করে তিনি ২০১২ সালে শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করার জন্য নিরলসভাবে পরিশ্রম করেন তিনি। উপজেলা পর্যায়ে বরাবর তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি খেলাধূলায় সেরাদের সেরা অবস্থান ধরে রেখেছে।

করোনার সময় শিক্ষার্থীদের মাঝে নিজস্ব অর্থায়নে তিনি খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করে শিক্ষা ব্যবস্থা উন্নতীকরণে অগ্রণী ভূমিকা পালন করেন। এ ছাড়াও তিনি ঈদ উপলক্ষে নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করে থাকেন। শিক্ষার পাশাপাশি তিনি এলাকায় বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে জড়িত থাকেন।

শিক্ষক ও অভিভাবকগণ বলেন, প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুক দায়িত্ব গ্রহনের পর থেকে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নসহ প্রতিষ্ঠানের অনেক সুনাম অর্জন করেছেন।

তিনি গোপালপুর উপজেলা স্কাউটের গ্রুপ কমিটির সভাপতি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার সহধর্মিণী সুলতানা রুফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করার পর শিক্ষকতা পেশায় যোগদান করেন। বর্তমানে তিনি গোপালপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন।

তিনি ২০১৫ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক ও ২০১৮ সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ে নুসরাত তাবাসসুম স্বর্ণা বর্তমানে এমবিবিএস চতুর্থ বর্ষে অধ্যয়নরত। ছোট মেয়ে ফারজানা রুপা এবার রাজুক উত্তরা মডেল কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাস করেছে। তিনি তার প্রতিষ্ঠানের সাফল্য ধরে রাখতে সকলের কাছে দোয়া কামনা করেন।

যুগধারা ডট টিভি/অন্তু