টাংগাইলে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ সন্ত্রাসীদের গুলিতে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক নুরে আলম ভূইয়া তানুকে হত্যার প্রতিবাদে কে›ন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে বাঁধা প্রদান করে পুলিশ। রবিবার দুপুরে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদল আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি শহরের বেপারীপাড়া থেকে শুরু হয়ে শান্তিকুঞ্জ মোর এলাকায় আসলে তাতে বাঁধা প্রধান করে পুলিশ। পরে পুলিশি বাধায় সেখানেই বিক্ষোভ করে নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামরুল হাসান উজ্জল। এছাড়া বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রৌফ, যুগ্মসম্পাদক হারুন অর রশিদ, শহর বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি এসএম আলমগীর হোসেন, মনির হোসেন, রিপন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন, শহর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মামুনুর রশিদ খান, সদস্য সচিব আতিকুর রহমান’সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।