মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের মতবিনিময় সভা করেছে ব্যারিস্টার আফিফ উদ্দিন আহমেদ। বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় কয়েকশত স্থানীয় বাসিন্দ অংশ নেন।
মতবিনিময় সময় সভাপতিত্ব করেন স্থানিয় বাসিন্দা মো. হায়দার আলী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মধুপুর-ধনবাড়ী থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিকা আকবরের ছেলে এবং সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী নওয়াবজাদা হাসান আলী চৌধুরীর নাতি ব্যারিস্টার আফিফ উদ্দিন আহমেদ।
ব্যারিস্টার আফিফ বলেন, ফ্যাসিস্ট হাসিনার সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্তের সিড়ি বেয়ে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে। স্বৈরশাসকের জুলুম নির্যাতনে হাফিয়ে উঠা মানুষগুলো এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। ব্যারিস্টার আফিফ শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, আমরা বর্তমানে ভোটের অধিকার ফিরে পেয়েছি। বর্তমান সরকার যত দ্রুত সম্ভব সুন্দর সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে ততই দেশের জন্য সকলের জন্য মঙ্গল। আমরা দেশবাসী মিলে এই সরকারকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করবো।
ব্যারিস্টার আফিফ স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে বলেন, এলাকার উন্নয়নে একে অপরের সহযোগি হতে হবে। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে মিলে মিশে কাজ করতে হবে। স্থানীয় জনমানুষের চাহিদা পুরণে আমরা চেষ্টা করবো। মসজিদ মাদরাসা ও কাঁচা রাস্তাগুলো উন্নয়ন করার উদ্যোগ নেওয়া হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য মো. আজগর আলী, আফজাল হোসেন প্রমূখ।