নিজস্ব সংবাদদাতা : ” ছড়া শুধুই নয় শিশুতোষ, রয়ও তাতে দ্রোহ ও রোষ” – এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে মাসিক ছড়া পাঠের নবম আসর।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় শহরের আকুর ঠাকুর ” কাকলী কুঞ্জ”-এ এ আসর অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমনা সাহা’র সভাপতিত্বে এবং ছড়াকার ও কলেজ শিক্ষক কাশীনাথ মজুমদার পিংকু’র সঞ্চালনায় আসরের শুরুতেই টাঙ্গাইলের সদ্য প্রয়াত কবি ও নাট্যশিল্পী ঝান্ডা চাকলাদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আগত সাহিত্যমোদীদের ধন্যবাদ জ্ঞাপন করেন খ্যাতিমান সাংবাদিক ও ছড়াকার এড. খান মোহাম্মদ খালেদ। ছড়াসাহিত্যের উপর আলোচনা করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিনাকী দে ও নজরুল গবেষক এড. আল রুহী।
স্বরচিত ছড়া পাঠ ও অনুভূতি প্রকাশ করেন বর্ষীয়ান কবি বাদল মেহেদী, বীর মুক্তিযোদ্ধা কবি আবু মাসুম, ছড়াকার সালেহ্ আহমেদ, ছড়াকার হাসিনা আহাম্মেদ মায়া, কবি হায়দার আলী সিদ্দিকী, কবি বেগম রোকেয়া ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক নূরুল ইসলাম বাদল, ছড়াকার দীপক পাল, ছড়াকার সুব্রত দত্ত, কবি ও সম্পাদক আযাদ কামাল, প্রাবন্ধিক আলী রেজা, ছড়াকার রহমান শিবলু, কবি রেহানা খাতুন, , কবি সোলাইমান বাদশা, কবি মো. ছানোয়ার হোসেন, বাচিকশিল্পী আরিফ আহাম্মেদ, কবি সজিব আনোয়ার, কবি আঁখি আক্তার, শিশু ছড়াকার ও আবৃত্তিশিল্পী মিফতাহুল জান্নাত অহনা, আল সাফফাত এবং লামিয়া আক্তার শিলু।