টাঙ্গাইলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

Spread the love

স্টাফ রিপোর্টার : “একডোজ এইচপিডি টিকা দিন জরায়ুর ক্যান্সার রুখে দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ (এইচপিভি) প্রদান উপলক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিভিল সর্জন সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সিভিল সার্জন ডাঃ মো. মিনহাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মো. আজিজুল হক, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা প্রমুখ। এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

জরায়ুর ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। ৫ ম থেকে ৯ ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী এবং স্কুলে যায়না এমন ১০থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।