টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা শিশু একাডেমি মিলনায়তনে ১১ জানুয়ারি বুধবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের অনুপ্রাণিত করতে পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, বাংলাদেশ শিশু একাডেমী টাঙ্গাইলের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন, চিত্রাংকন শিক্ষক কার্তিক চন্দ্র রায়, সহকারী তথ্য কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, মানবাধিকার সংস্থা- হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)’সহ অন্যান্য সুধীজন। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী’সহ অংশগ্রহণকারী সকলকেই পুরস্কার প্রদান করা হয়।