টাঙ্গাইলে দোকান ফিরে পেতে সমবায় ব্যবসায়ীদের মানববন্ধন

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলে সমবায় মার্কেটের অবৈধ সভাপতি, হাইব্রিট আওয়ামী লীগ নেতা কুদরত-ই-এলাহী খানের দুর্নীতির অভিযোগ এনে এবং বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাবেক ব্যবসায়ীরা।

শনিবার (২০ মে) দুপুরে নির্মাণাধীন সমবায় মার্কেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, ব্যবসায়ী মিজানুর রহমান, দেলোয়ার হোসেন চৌধুরী, বশির আহমেদ, মতিয়ার রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় সমবায় সুপার মার্কেট সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, টাঙ্গাইল সমবায় ব্যাংকের ১১ কোটি টাকা আত্মসাতকারী, দুর্নীতিবাজ ও বিশ্ববাটপার কুদরত-ই-এলাহীর অবিলম্বে গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে অপ-ব্যবহার করে দলকে কলংকিত করে সমবায় ব্যাংকের দোকান মালিকদের জামানতের ১১ কোটি টাকা আত্মসাৎ করে নিজের বহুতল অট্রালিকা নির্মাণ করে সমবায় মার্কেটকে অসমাপ্ত অবস্থায ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

বক্তারা আরও বলেন, বেশি লাভের আশায় পুরোনো ভবন ভেঙে নতুন ভবন করে সাবেক ব্যবসায়ীদের বাদ দিয়ে নতুনদের কাছ থেকে বেশি টাকা নিয়ে দোকান বরাদ্দ দিচ্ছেন। বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা হলেও রায় আমাদের পক্ষে রয়েছে।

তারপরও স্বঘোষিত কুদরত-ই-এলাহী খান নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। দোকান ফেরতের দাবি জানান ব্যবসায়ীরা। সমবায় মার্কেট যদি উদ্বোধন করতে আশে তাহলে আমারা ব্যবসায়ীরা মিলে এর কঠিন জবাব দিবো।

বক্তারা আরও বলেন, ১৯৮২ সালে ৩৫ হাজার টাকার বিনিময়ে আমরা সমবায় ব্যাংকের কাছ থেকে দোকানের পজিশন ক্রয় করি। দলিলের শর্ত ভঙ্গ করে সন্ত্রাসী কায়দায় কুদরত-ই-এলাহী মার্কেট ভাঙ্গে।

কিন্তু মার্কেটের সভাপতি কুদরত আমাদের পুরাতন ব্যবসায়ীদের একটি দোকানও দেননি। দোকানের চিন্তায় ২০ জন ব্যবসায়ী মারা গেছেন।

যারা দোকান পাননি তাদের অনেকে ফুটপাতে দোকান করছে, কেউ রিকশা চালায় আবার কেউ ভ্যান চালাচ্ছে আবার কেউ এনজিওতে প্রতিষ্ঠানে চাকুরী করছেন।

যুগধারা ডট টিভি/অন্তু