মুক্তার হাসান ঃ ব্রাক্ষণ বাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়নকে কুমিল্লার গণসমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ কালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিকুঞ্জ মোর এলাকায় এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক নেতা আতাউর রহমান জিন্নাহ, আনিছুর রহমান আনিছ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সাধারন সম্পাদক ইজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারন সম্পাদক আব্দুর রউফ, হাদিউজ্জামান সোহেল’সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত ছিলেন।