টাঙ্গাইলে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the love

স্টাফ রিপোটার :

টাঙ্গাইলে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর নবীন ছাত্র-ছাত্রীদের আগমন উপলক্ষে “নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের আয়োজনে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রওশন আরা খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে এর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বায়েজিদ হোসেন,পূবালী ব্যাংক লিঃ আকুর টাকুর পাড়া শাখার ম্যানেজার সোলায়মান হোসেন, বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য আকরাম হোসেন কিসলু, প্রধান শিক্ষক ইসরাত জাহান।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল কবির, সহ-সভাপতি দোলোয়ার হোসেন,লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।
নবীনদের বরন অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়