স্টাফ রিপোর্টার ঃ বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে বিশ^ ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার ডায়াবেটিক সমিতি টাঙ্গাইল জেলা শাখা এই কর্মসুচি বাস্তবায়ন করে। ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতির নেতৃত্বে ডায়াবেটিস হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে হাসপাতাল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসকগণ। দিনব্যাপী প্রায় দুই শতাধিক রোগীকে বিনা মুল্যে চিকিৎসা ও ঔষুধ সরবরাহ করেন তারা। এ সময় ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ বাহার, ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. মো. এনামুল হক, প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মোল্লাসহ অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী এবং ঔষুধ কোম্পানির প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।