স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন হয়েছে। শনিবার(৭ জানুয়ারী) সকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চারদিনব্যাপী (৭,৮,৯ ১০ জানুয়ারী) যুব গেমসের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ওলিউজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুসহ বিভিন্ন উপজেলার সাধারণ সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন। শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে এ্যাথলেটিক্স, দাবা, কারাতে, ব্যাটমিন্টন এবং ৬টি উপজেলা নিয়ে দলীয় ফুটবল ও ভলিবল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে এ্যাথলেটিস, কারাতে, ব্যাটমিন্টন ও দাবা খেলা অনুষ্ঠিত হয়। ২য় দিনে দলীয় ইভেন্ট ফুটবল ও ভলিবল অনুষ্ঠিত হবে। ১২টি উপজেলার অনুর্ধ্ব-১৭ বয়সী ছেলেমেয়েরা এই খেলাধূলায় অংশগ্রহন করে। এ্যাথলেট্রিকসে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় বালক বিভাগে সিয়াম প্রথম , হাবিব হোসেন দ্বিতীয় এবং জাহিদুল তৃতীয় হয়। বালিকা বিভাগে মীম ১ম, শাহিদা ২য় এবং বৃষ্টি তৃতীয় হয়। ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় বালক বিভাগে সিয়াম প্রথম, হাবিব হোসেন দ্বিতীয় এবং জাহিদুল তৃতীয় হয়। বালিকা বিভাগে শাহিদা প্রথম, মীম দ্বিতীয় এবং বৃষ্টি তৃতীয় হয়। ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় বালক বিভাগে শাহাদত প্রথম ও মিলন দ্বিতীয় হয় এবং বালিকা বিভাগে বৃষ্টি আক্তার প্রথম ও ইউশা দ্বিতীয় হয়। ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায় বালক বিভাগে শাহাদত হোসেন প্রথম ও হৃদয় মিয়া দ্বিতীয় এবং বালিকা বিভাগে ইউশা প্রথম ও নাদিয়া ইসলাম দ্বিতীয়। উচ্চ লম্ফ প্রতিযোগিতায় বালক বিভাগে ওমর ফারুক প্রথম, তাজুল ইসলাম দ্বিতীয় এবং বালিকা বিভাগে তাসমিয়া আক্তার প্রথম ও মীম দ্বিতীয় হয়। দীর্ঘ লম্ফ প্রতিযোগিতায় বালক বিভাগে ওমর ফারুক প্রথম ও তাজুল ইসলাম দ্বিতীয় এবং বালিকা বিভাগে শাহিদা প্রথম ও বৃষ্টি আক্তার দ্বিতীয় হয়। গোলক নিক্ষেপ প্রতিযোগিতায় বালক বিভাগে প্রথম হয়েছে তাজুল ইসলাম এবং দ্বিতীয় শহিদুল ইসলাম। দাবা প্রতিযোগিতায় প্রথম হয়েছে বালক বিভাগে তানজির হাসান এবং বালিকা বিভাগে আফরিন জান্নাত সূচী। কারাতে প্রতিযোগিতায় প্রথম হয়েছে নুসরাত জাহান সূচী। ক্রীড়া প্রতিযোগিতা গুলো পরিচালনায় সহযোগিতা করছেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্বাস উদ্দিন, সদস্য আনিসুর রহমান আলো,ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, জহিরুল ইসলাম স¤্রাট, শাহ আব্দুল আজিজ বাপ্পী, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নুরুন নাহার ঝিলু, এ্যাথলেটিক্স কোচ বিপ্লব দাস ও হাফেজ আল সবুজ, রেফারী জামিলুর রহমান জামিল ও টাঙ্গাইল চেস প্লেয়ারের সাধারণ সম্পাদক দাবারু ফয়জুল এনাম ইমরান।