স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, গুজব এবং মাদক প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা শিশু একাডেমী মিলনায়তনে বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌর সভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগ নেতা সম্পাদক সুভাষ চন্দ্র সাহা প্রমুখ। আলোচনা সভায় আলেম ওলামা’সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, মাদক একটি সামাজিক ব্যধি। বর্তমান যুব সমাজ মাদকের ভয়াল গ্রাসে পড়ে ধ্বংসের দ্বার প্রান্তে পৌছেছে। সরকারের উদ্যোগের পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হলে মাদক নির্মূল করা সম্ভব।
পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের কাজ করতে হবে। ধর্মীয় উষ্কানীমূলক কথা না বলা ও সেগুলো সামাজিক মাধ্যমে প্রচার না করার ব্যাপারে আলেমদেরকে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য প্রদানের আহবান জানান।
যুগধারা ডট টিভি/অন্তু