টাঙ্গাইলে সাবেক ছাত্রনেতা শহীদ জগলুর ৩৬তম মৃত্যু বার্ষিকী পালিত

Spread the love

মুক্তার হাসান ঃ

টাঙ্গাইলে সাবেক ছাত্রনেতা শহীদ জগলুর ৩৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ মীর্জা আবু রায়হান জগলুর ৩৬ তম মুবার্ষিকী উপলক্ষে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে একটি র‌্যালী বের করে নিরালা মোড় হয়ে শহীদ জগলু রোডে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা বিএনপি’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ’র সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ বাতেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, বাবু অমল ব্যানার্জি, দেওয়ান শফিকুল ইসলাম, আবুল কাশেম, বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ, আনিস চৌধুরী, শামিম হাসান স্বপন, আল মাসুম, শাহিন আকন্দ, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী,সাধারণ সম্পাদক আব্দুর রৌফ,শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম ও সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, তাতী দলের সভাপতি শাহ আলম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক,ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ শাফী ইথেন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান সজীব।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ৮ই ফেব্রুয়ারী বর্ধিত বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রতিরোধ আন্দোলনে শহীদ হন ছাত্রনেতা শহীদ মির্জা আবু রায়হান জগলু। প্রতি বছর এই দিনটিকে পালন করে আসছে টাংগাইল জেলার সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। প্রতি বছরের ন্যায় এই বছরও টাংগাইল জেলা ছাত্রদল বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শহীদ মীর্জা আবু রায়হান জগলুর ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালন করেন। ভোর থেকেই সবাই কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালী,স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,কবর জিয়ারত ও দোয়া মাহফিল এছাড়া দুপুরে গণভোজের আয়োজন করা হয়।


উক্ত অনুষ্ঠানে আরও যারা উপস্থিতি ছিলেন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ কবির সুমন, তানভীর আহমেদ শাহীন, শাকিলুর রহমান শাওন, সুমন বাপ্পি, আতিকুর রহমান সোহান, ইসতিয়াক আহমেদ ঈমন, মোঃ রাসেল মিয়া, লুৎফর রহমান চঞ্চল, হাসান আলী, মাসুদ রানা, রানা আহমেদ, নূরনবী, রাকিব হোসেন, রাইসুল ইসলাম রুবেল, জুলকার নাঈম শিশির, কায়সার রহমান লিমন, মীর নাঈম, জেলা ছাত্রদলের সদস্য খঃ আমিনুল ইসলাম শুভ, হোসেন খান জর্জ, নূর আলম মুন, সোহানুর রহমান সোহান, আজাদ মিয়া, রোকন খান, সাজ্জাদ হোসন রিফাত, আল হেলাল, ইব্রাহীম খান বাদশা, নাঈম চাকলাদার, শহীদুল ইসল নিরব, আরাফাত হোসেন সিনহা সিয়াম, মাহিদ মাহমুদ, সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিমন হাসান,সদস্য সচিব কামরুজ্জামান আকাশ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহারিয়ার হাসান শাতিল, সদস্য সচিব আঃ রাজ্জাক, শহর ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, এম এম আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ সুমন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।