টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন অধ্যক্ষের যোগদান

Spread the love

সুলতান কবির :

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন যোগদান করেছেন।

তিনি গত ১৩ মার্চ অত্র প্রতিষ্ঠানে যোগঙদান করেন। পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম টাঙ্গাইলের সন্তান অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন তিনি।

তার জন্মস্থান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। ১৯৮৪ সালে প্রথম কর্ম জীবনে তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে যোগদান করেন। টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিক ও দক্ষ ইঞ্জিনিয়ার তৈরিতে বিশেষ গুরুত্ব দেয়া হবে।

অধ্যক্ষ বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়ার হাতিয়ার এই স্লোগানে জাতিক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে কাজ করে যাবেন তিনি।

টাঙ্গাইলের সন্তান হিসেবে পলিটেকনিক ইনস্টিটিউটের মান উন্নয়নে আরও নিবেদিত ভাবে কাজ করে যাবেন বলেও তিনি আশাব্যক্ত করেন।

যুগধারা ডট টিভি/অন্তু