টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালন

Spread the love

মুক্তার হাসান :

আজ (১৪ই জুন) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের ভিক্টোরিয়া রোড থেকে শুরু করে নিরালা মোড়, পুরাতন বাস্ট্যান্ড এবং ময়মনসিংহ রোড হয়ে বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণের মাধ্যমে উৎসাহিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সহসভাপতি আবু নোমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুহফাতুল ইসলাম জাদিদ, কোষাধ্যক্ষ শারমিন শিমু, যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ, রক্ত বিষয়ক সম্পাদক মোহাম্মদ তারেক, সহ-রক্ত বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সম্মানিত সদস্য বিথী ও রাইসা মাহমুদ প্রমুখ।

যুগধারা ডট টিভি/অন্তু