স্টাফ রিপোর্টার : ড. আলী রেজা পিএইচডি ডিগ্রি প্রাপ্তি উপলক্ষে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে ২৩ নভেম্বর সন্ধ্যা ৭টায় শুভাকাঙ্ক্ষীরা এ আয়োজন করেন।
অনুষ্ঠানে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে দিয়ে শুভেচ্ছা জানান টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সহসভাপতি কাজী জাকেরুল মওলা। এ উপলক্ষে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মীর নাসিমুল ইসলাম সেলিমের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক স. ম আজাদ, অনীক রহমান বুলবুল, দীপক পাল, কনোজ সোম, মন্জুর তারেক, কাশীনাথ মজুমদার পিংকু, হেমায়েত হোসেন হিমু, আযাদ কামাল, রিয়াজুল রিজু প্রমুখ। শেষে অভিমত ব্যক্ত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. আলী রেজা ও তার সহধর্মীনী উম্মে কুলসুম। শেষে বাউল সংগীত পরিবেশন করেন লিজু বাওলা।
উল্লেখ্য, ড. আলী রেজা জেলার ভূঞাপুরের শহীদ জিয়া মহিলা কলেজ-এর দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস থেকে ‘হরিশংকর জলদাসের উপন্যাসে প্রান্তিক মানুষের জীবনবোধ’ বিষয়ে এ পিএইচডি ডিগ্রি অর্জণ করেন।