সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) সাভারের হেমায়েতপুর লাজ কনভেনশন এন্ড হলিডে হোমস (লাজপল্লীতে) মিলন মেলা অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মেজবাহ উদ্দিন।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) কৃষিবিদ দেওয়ান মাহবুবুর রহমান বাদল, পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়া, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফ সুপন, ঢাকাস্থ সখীপুর উপজেলার সমিতির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হোসেন খান সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) বোর্ডের পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, এম এন্ড এম ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আল মামুন, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, বিল্লাল হোসেন বিপ্লব, বার্ষিক মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. মোশাররফ হোসাইনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনায় চ্যানেল আই বাংলার গান চ্যাম্পিয়ন ফোক শিল্পী শারমিন আক্তার দর্শক মাতিয়ে রাখেন।