তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো নিউ জিল্যান্ড

Spread the love

যুগধারা ডেস্ক :

প্রথম দুই ম্যাচে হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গিয়েছিল নিউ জিল্যান্ড। তবে তৃতীয়টিতে তারা ঘুরে দাঁড়িয়েছে। সোমবার রাতে তারা পাকিস্তানকে হারিয়েছে ৪ রানের ব্যবধানে।

লাহোরে নিউ জিল্যান্ড আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ৮৮ রানেই ৭ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সেখান থেকে ইফতিখার আহমেদ ওয়ান ম্যান আর্মি হয়ে লড়াই করেও ম্যাচ বের করতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে তারা অলআউট হয় ১৫৯ রানে।

ইফতিখার আহমেদ ২৪ বলে ৩টি চার ও ৬ ছক্কায় সর্বোচ্চ ৬০ রান করেন। ২ চার ও ২ ছক্কায় ২৭ রান করেন ফাহিম আশরাফ। এছাড়া ফখর জামান ১৭, শাদাব খান ১৬ ও সাইম আইয়ুব ১০ রান করেন।

বল হাতে নিউ জিল্যান্ডের জিমি নিশাম ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে ও রাচিন রবীন্দ্র।

তার আগে নিউ জিল্যান্ডের ইনিংসে ঝলক দেখান অধিনায়ক টম লাথাম। তিনি ৪৯ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৬৪ রান করেন। ৩৩ রান করেন ড্যারিল মিচেল। উইল ইয়াং ১৭, মার্ক চ্যাপম্যান ১৬ ও জিমি নিশাম ১০ রান করেন। তাতে সফরকারীরা ১৬৩ রানের সংগ্রহ পায়।

২টি করে উইকেট নেন শাহীন আফ্রিদি ও হারিস রউফ। ম্যাচসেরা হন টম লাথাম।

যুগধারা ডট টিভি/অন্তু