টাঙ্গাইল প্রতিনিধি: খাগড়াছড়ির দিঘীনালায় হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ইন্ডিজেনিয়াস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
শুক্রবার সকালে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিন করে প্রধান ফটকের সামনে মানববন্ধনে মিলিত হয়।
বিক্ষোভে আদিবাসী শিক্ষার্থীরা ‘পাহাড় থেকে সমতলে, লড়াই হবে সমান তালে’, ‘সাম্প্রদায়িকতার কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘পার্বত্য চুক্তি, বাস্তবায়ন করতে হবে’, ‘অবিলম্বে ভূমি অধিকার, ফিরিয়ে দাও দিতে হবে’, ‘দিঘীনালায় আগুন কেন? প্রশাসন জবাব চাই’, ‘আমার বাড়ি পুড়ছে কেন? প্রশাসন জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগান তোলেন।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তিনজন শিক্ষার্থী রত্নময় চাকমা, কৌশিক চাকমা ও জয়া চাকমা হামলার শিকার নিজেদের পরিবারের অবস্থার কথা সবার মাঝে তুলে ধরেন।
হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রত্মময় চাকমা জানান, দুর্বৃত্তরা আমাদের দোকানপাট ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। পরিবারের সবাই ঘরবাড়ি ছেড়ে এক জায়গায় আশ্রয় নিয়েছিল। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কৌশিক চাকমা বলেন, আজকে পরিবারের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন এফটিএনএস বিভাগের শিক্ষার্থী জয়া চাকমা বলেন, দীঘিনালায় হামলার পর থেকে আমার পরিবার ঘর ছাড়া। তাদের খাওয়া দাওয়া কোন কিছুই ঠিক নাই। ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
ভাসানী বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি প্রজ্ঞা রেমা বলেন এ ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার জানাই। আদিবাসীদের নিরাপত্তা সরকার ও প্রশাসনকে নিশ্চিত করতে হবে।