দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে ২ মাদ্রাসা শিক্ষার্থীকে মিষ্টি খাওয়ানোর প্রলোভনে অপহরণ করে মাদ্রাসার বাবুর্চি।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার লাউহাটী এলাকায় প্রতিষ্ঠিত আল-মানার একাডেমিতে ঘটেছে এ ঘটনা। ওই মাদ্রাসার হিফয শাখার আবাসিক শিক্ষার্থী মেরাজ ও মেহেদী (৯) মেরাজ (৯) নামের দুই শিক্ষার্থীকে বাবুর্চি কাবেল অপহরণ করে তার আত্মীয়ের বাড়ী মির্জাপুর উপজেলার ইচাইল গ্রামে নিয়ে যায়। মাগরিব নামাযের সময় এ ২ শিক্ষার্থীর অনুপস্থিতি দেখে কর্তৃপক্ষের টনক নড়ে অতঃপর। মুহুর্তেই এলাকায় হৈ চৈ পরে যায়। বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে
মঙ্গলবার রাত ১১টার দিকে এ ২ মাদ্রাসা শিক্ষার্থী সহ বাবুর্চি কাবেলকে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মির্জাপুর উপজেলার ইচাইল গ্রাম থেকে অভিযুক্ত কাবেলের ভাইরার বাড়ি থেকে আটক করে পুলিশ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. আমিন খান জানান বাবুর্চি ২ শিক্ষার্থীকে কেন অপহরণ করেছে বুঝতে পারছি না। তবে অল্প সময়ে উদ্ধার হওয়ায় শুকরিয়া আদায় করছি।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা জানান, ২ মাদ্রাসা শিক্ষার্থী অপহরণের খবর পেয়ে ব্যাপক তৎপরতা চালানো হয়। এক পর্যায়ে অভিযুক্ত কাবেল’র ফোন নাম্বার নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যম কাবেলসহ ২ শিক্ষার্থীকে মির্জাপুরের ইচাইল গ্রাম থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মেরাজের মা তানিয়া বেগম বাদী হয়ে একটি অপহরণ মামলা করেছে ।