দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। রোববার দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও (ভারপ্রাপ্ত) মোস্তফা আব্দুল্লাহ্ আল নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আশরাফুল আলম, ওসি (তদন্ত) আবু সাইদ, লাউহাটী ইউপি চেয়ারম্যান শাহীন মোহাম্মদ খান, প্রেস ক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম প্রমূখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, সমাজ সেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মাসুদুজ্জামান খান, ডুবাইল ইউপি চেয়ারম্যান ইলিয়াস মিয়া, দেওলী ইউপি চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, ফাজিলহাটী ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী, পাথরাইল ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ সরকার, এলাসিন ইউপি চেয়ারম্যান মানিক রতন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলু সহ ইউনিয়ন পরিষদ সচিব, উদ্যোক্তা, হিসাব সহকারীগণ এ সময় উপস্থিত ছিলেন।