দেলদুয়ারে নবম শ্রেণীর ছাত্রীর বিয়ের ১০ দিন পর মরদেহ উদ্ধার

Spread the love
দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে ৯ম শ্রেণীর মাদরাসা ছাত্রীর বিয়ে নিবন্ধন করা হয় চলতি ১৮ অক্টোবর। সোমবার দুপুর ১২টার দিকে বাবার বাড়ী থেকেই তার মরদেহ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ। উপজেলার দেওলী ইউনিয়নের বাবুপুর গ্রামে ঘটেছে ঘটনাটি। রিয়া (১৪) নামের ওই কিশোরীর বাবার নাম আব্দুল আলীম।
বাবা আব্দুল আলীম জানান, সকালে আমি মেয়ের সাথে একত্রে খানা খেয়ে কাজে বেড়িয়ে যাই। দুপুরে এসে জানতে পারি রিয়া ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ১০ দিন আগে উপজেলার পাথরাইল ইউনিয়নের দশকিয়া গ্রামে আমার মেয়ের বিয়ে রেজিস্ট্রি করা হয়। মেয়ের মতেই বিয়ে ঠিক হয়েছিলো। সে শশুর শাশুরীর সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত কথাবার্তা বলতো।
দেওলী ইউপি চেয়ারম্যান দেওয়ান তাহমিনা বলেন, আমরা গিয়ে বাড়ীর ওঠানে লাশটি দেখতে পেয়েছি। শুনেছি মেয়েটি আত্মহত্যা করেছে।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ  মো. সোহেব খান বলেন, দুপুর ১২টার দিকে বাড়ীর ওঠান থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হসপিটাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।