দেলদুয়ারে বেগম রোকেয়া দিবস উদযাপন 

Spread the love

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে “নারী কণ্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু, প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম প্রমূখ। সভা শেষে ৫ শ্রেণীর ৫ জন জয়ীতাকে সংবর্ধনা দেয়া হয়। 

অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী জয়ীতা সবিতা বসাক, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জয়ীতা বৃষ্টি রায়, সফল জননী জয়ীতা মাজেদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীন শুরু করেছে যে নারী জয়ীতা শাহানাজ আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন নারী জয়ীতা বাছিরুন বেগম সংবর্ধীত হয়েছেন।