দেলদুয়ারে মাদক সম্রাজ্ঞী মর্জিনা’কে ভ্রাম্যমান আদালতে সাজা

Spread the love

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল দক্ষিণপাড়া গ্রামের মাদক সম্রাজ্ঞী মর্জিনা বেগম (৪৫) কে মাদক দ্রব্য ও সেবন সামগ্রী রাখার দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত মর্জিনা উপজেলার পাথরাইল গ্রামের মৃত মোসলেম উদ্দিনের মেয়ে।
রোববার বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য মর্জিনার নিজ বাড়িতে এ সাজার রায় দেন। পাশাপাশি ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
এ সময় থানার উপ পরিদর্শক রেজাউল করিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, মর্জিনা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। এলাকায় মাদক বিরোধী সমাবেশে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তার আলোকেই আমরা নজরদারী বৃদ্ধি করি। পরে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করতে সক্ষম হই। শ্লোগান একটাই “মাদক ছাড়ুন, না হয় দেলদুয়ার ছাড়ুন।” দেলদুয়ারে মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের ঠাই নাই।